প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেন। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ২৬ দিন ধরে ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় জেনারেল বেড থেকে তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ আজ সকাল ৮টা ২৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
`শাপ মোচন`, `হারানো সুর`, `ইন্দ্রাণী`, `সপ্তপদী`, `গৃহদাহ`, `হার মানা হার`, `হসপিটাল`, `সাত পাকে বাঁধা`, `সাগরিকা`, `দত্তা` প্রভৃতি সিনেমায় সুচিত্রা সেন তাঁর অসাধারণ প্রতিভার সাক্ষর রেখেছিলেন।
১৯৬৩ তে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে `সপ্তপদী`-র জন্য কান মস্কো ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেত্রীর পুরস্কার । ১৯৭৮ সালে `প্রণয় পাশা`-র পরেই হঠাৎ করেই স্বেচ্ছা অবসরে চলে যান মহানায়িকা। তারপর আর কখনও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এমনকি ২০০৫ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারও প্রত্যাখান করেন তিনি।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.