২০১৩ সিনেমাটি শুরু হয় পরিচালক মৈনাক ভৌমিকের একটি মেন স্ট্রিমের বাইরের সিনেমা দিয়ে,
সিনেমার নাম "মাছ মিষ্টি এন্ড মোর"। । সিনেমাটির গল্প মডার্ন বাঙালীদের নিয়ে।বক্স অফিসে বেশ ভালো
ফল করেও সিনেমাটি। তারপরেই আসে জিৎ -শ্রাবন্তি অভিনীত দিওয়ানা। পরিচালক রবি কিনাগির এই
ছবিটি বক্স অফিসে ভালই ব্যাবসা করে। কিন্তু তার পর থেকেই হতাশ হতে হয় দর্শকদের। সোহম - পূজা
অভিনীত লভেরিয়া কিংবা মিঠুনের ছেলের রকি , কোনটায় বিশেষ সাফল্য পায়নি বক্স অফিসে। এরপর
পরিচালক রাজের কানামাছি বক্স অফিসে প্রশংসা পায়। এই ছবিতে অভিনেতা আবিরকে এক নতুন
চরিত্রে দেখেন দর্শকরা। এরপর বছর শেষ পর্যন্ত হিট ও ফ্লপের রেসারেসি চলতে থাকে।
আসুন দেখি কোন কোন ছবি এবছর বক্স অফিসে সাফল্য পেল।
সাফল্যের বিচারে এবছর নন কমার্শিয়াল অর্থাৎ মেইন স্ট্রিমের বাইরের সিনেমা গুলিই দাপিয়েছে বেশী।
মাছ মিষ্টি এন্ড মোর, মেঘে ঢাকা তারা, আমি আর আমার গার্ল ফ্রেন্ডস, মিশর রহস্য ,গয়নার
বাক্স, চাঁদের পাহাড় এসব ছবি গুলিই সবচেয়ে প্রশংসিত ছবি। এই তালিকায় থাকা শব্দ জাতীয় পুরস্কার পাওয়া ছবি।
আর যদি কমার্শিয়াল অর্থাৎ মেইন স্ট্রিম ছবির কথা বলা হয় তাহলে অবশ্যই বলতে হবে বস, হাওয়া বদল,খোকা ৪২০ , রংবাজের কথা। এছাড়াও কানামাছি, খিলাড়ি, দিওানাও বক্স অফিসে কিছুটা সফল বলায় চলে।
আরও কিছু ছবি।
প্রথমেই আসি ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালক অনিক দত্তের কোথায়, অনেক প্রত্যাশা থাকা সত্তেও অনিক দত্তের ছবি আশ্চর্য প্রদীপ তেমন দাগ কাটতে পারল না, এছাড়া রিংগো পরিচালিত সাদা কালো আবছার মধ্যেও নতুনত্ত্ব দেখা গেল না। কিন্তু এবছর সবথেকে সাহসী পদক্ষেপ পরিচালক রাজের প্রলয়। মৈনাক ভৌমিকের আমি আর আমার গার্ল ফ্রেন্ডস এই বাংলার মাটিতে মেয়েদের কে নিয়ে বেশ সাহসী এক্সপেরিমেন্ট করিয়ে দেখিয়েছেন । বছরের শেষে মুক্তি পাওয়া হনুমান.কম ও চাঁদের পাহাড় বাংলা সিনেমাকে এক ধাপ এগিয়ে দিয়েছে।
সফল নায়ক ও নায়িকা।
এবছরে যেসব নায়ক সাফলতার চূড়াই পৌঁছে গেছে, তার মধ্যে সব থেকে উপরে দেব। তার তিনটি ছবিই এবছর সফল, এছাড়া বুম্বা দা, শাশ্বত , পরমব্রত , জিৎ ও সফল এবছর। কিন্তু অভিনয়ের জোরে এবছর সবথেকে বেশি নাম কামিয়েছে রিত্বিক। কৌশিক গাঙ্গুলি পরিচালিত শব্দ ছবিতে ঋত্বিকের অভিনয় অভাবনীয়।
নায়িকাদের বিচারে বলতেই হবে শুভশ্রীর নাম, খোকা ৪২০ এর পর বস , পর পর ছবিতে সাফল্য পাওয়া শুভশ্রী এখন টলিউডের লাকি চার্ম নামেও পরিচিত। কানামছিতে রিপোর্টারের ভুমিকায় শ্রাবন্তি নাম কড়ালেও মজনু, দিওানার মতো ছবিতে তেমন দাগ কাটতে পারেনি। এবছরের সফল নায়িকাদের তালিকায় স্বস্তিকা, কোয়েল, মিমির নামও রাখা যায়।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.