না কোন ছুটির দিন ছিল না, তাও এই সপ্তায় টলিউডের লক্ষ্মীলাভ , একদিকে রাজীব পরিচালিত মজনু আর একদিকে রিংগো পরিচালিত সাদা কালো আবছা।
প্রথমে আসি মজনুর কাছে, সঠিক কালেকশান না জানা গেলেও প্রথম তিনদিন ভালই কালেকশান মজনুর, হলের বাইরে হাউসফুল বোর্ড কিন্তু অনেক যায়গায় দেখা গেছে , গল্পে সেরকম জোর না থাকলেও মজনু কিন্তু হতাশ করেনি দর্শককে , চকচকে স্ক্রীন , বিদেশে নাচগান সব মিলিয়ে, হিরন- শ্রাবন্তি অভিনীত মজনু দর্শকদের মন কেড়েছে বলাই যায়।
অন্যদিকে কলকাতার মাল্টিপ্লেক্স গুলিতে ভালই দর্শক টানছে রিংগো পরিচালিত সাদা কালো আবছা।
টেকনিক্যাল পারদর্শিতার মাধ্যমে বলিউডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো
ছবি সাদা কালো আবছা কিন্তু ব্যাবসার দিক থেকে কিছুটা পিছিয়ে আছে,
তা সত্তেও টানটান থ্রিলারধর্মী ছবি সাদা কালো আবছা দর্শকের প্রশংসা
কুড়িয়েছে।।
মজনু- ২.৫/৫
সাদা কালো আবছা-৩.৫/৫
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.