"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই"
মারা গেলেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী 'মান্না দে', মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর ৷ বৃহস্পতিবার ২৪ শে অক্টোবর ২০১৩,রাত ৩টে ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয় ৷ বুকে সংক্রমনজনিত অসুখ ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। টানা ১৬০ দিন বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মান্না দে। বেশ কয়েক বছর ধরে বার্ধ্যক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি। ৮ জুন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
মান্না দে সম্পর্কিত কিছু না যানা কথা।।
*আসল নাম ছিল প্রবোধ চন্দ্র দে। সঙ্গীতজগতের কাছে পরিচিত ছিলেন মান্না দে নামেই। বাংলা ছাড়াও অসমিয়া,মারাঠি,মালয়ালম,কন্নড়,গুজরাতি,পঞ্জাবি, ভোজপুরি ভাষায় গান গেয়েছেন মান্না দে।
*সুরের সঙ্গে মান্না দে-র সম্পর্ক ছিল নাড়ির৷ তাই চূড়ান্ত অসুস্থতায়, শয্যাশায়ী অবস্থাতেও গানের সঙ্গ ছাড়তে পারেননি৷ আইসিইউ-তে থাকলেও রোজ রুটিন করে হুইল চেয়ারে বসে নিজেরই গান শুনতেন৷
*তাঁর ঝুলিতে অসংখ্য সম্মান- পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে। তবুও কোথাও যেন যোগ্য সম্মান না পাওয়ার যন্ত্রণা।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.